ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

স্বাস্থ্যবিধি নিশ্চিতে ডিএনসিসির মোবাইল কোর্ট

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২১, ২০:০০

স্বাস্থ্যবিধি নিশ্চিতে ডিএনসিসির মোবাইল কোর্ট

করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে সরকারের বিধিনিষেধ অপেক্ষা করায় ১৪ টি মামলায় সর্বমোট ১৩ হাজার ৯ শত টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মোবাইল কোর্ট।

বৃহস্পতিবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস তথা কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত লকডাউন, স্বাস্থ্যবিধিসহ চলাচলে নিষেধাজ্ঞা আরোপজনিত কর্মকাণ্ড পালন নিশ্চিত করণার্থে মোবাইল কোর্ট পরিচালনা করে।

ডিএনসিসি এলাকার অঞ্চল-৪ এর ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডে সরকারের আদেশ অমান্য, মাস্ক ব্যরবহার না করা, সামাজিক দূরত্ব মেনে না চলা, হোটেল, রেস্টুরেন্ট ও দোকান খোলার দায়ে ৭ টি মামলায় ৭০০০ টাকা এবং অঞ্চল-৯ এর ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে অপর ৭ টি মামলায় আরও ৬৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় সকলকে সরকারের নির্দেশনাসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

বাংলাদেশ জার্নাল/এমআর

  • সর্বশেষ
  • পঠিত