ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

প্রতারণার অভিযোগে যশোর হাসপাতালে আটক ১

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ২০ এপ্রিল ২০২১, ১৯:৫০

প্রতারণার অভিযোগে যশোর হাসপাতালে আটক ১
টাকা হাতিয়ে নেওয়ার সময় আব্দুর মান্নানকে আটক করা হয়

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগী থেকে পাঁচ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সময় আব্দুর মান্নান (৫০) নামে এক ব্যাক্তিকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ।

মঙ্গলবার সকাল নয়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মান্নান বাগেরহাট জেলা সদরের গোলাপকাঠি গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি যশোর শহরতলীর ধর্মতলার আব্দুল আজিজের বাড়িতে ভাড়া থাকেন।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর কুমার বিশ্বাস জানান, আব্দুল মান্নান যশোর চিহ্নিত দালাল ও একজন প্রতারক। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাসপাতালসহ শহরের বিভিন্ন জায়গায় ওৎ পেতে থাকেন। সুযোগ বুঝে গ্রাম থেকে আসা গরীব অসহায় রোগীদের চিকিৎসা সেবা পাইয়ে দেয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেন এই প্রতারক।

তিনি বলেন, আজ সকালে কুমিল্লার আবু ইউসুফ আলী নামে এক ব্যাক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় মান্নানকে আটক করা হয়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রতারক মান্নানের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত