ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

কলাপাড়ায় ডায়রিয়ার আইভি স্যালাইন সঙ্কট

কলাপাড়ায় ডায়রিয়ার আইভি স্যালাইন সঙ্কট
গুগল ম্যাপ থেকে সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় গত এক সপ্তাহ ধরে অন্তত তিন শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছে। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কমিউনিটি ক্লিনিকগুলোতে ৮ থেকে ১০ জন করে ডায়রিয়ার রোগী ভর্তি হচ্ছে।

ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইভি স্যালাইনের সঙ্কট দেখা দিয়েছে। হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টিকে প্রচণ্ড গরম আবহাওয়া এবং বিশুদ্ধ পানির সঙ্কটকে দায়ী করছেন চিকিৎসকরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, কলাপাড়ার বিশেষ কিছু এলাকায় এখনো বিশুদ্ধ পানির অভাব রয়েছে। ফলে ডায়রিয়ার প্রাদুর্ভাব অনেকটা বেশি। এছাড়া করোনার কারণেও ডায়রিয়া সিমটম হিসেবে দেখা দিতে পারে বলে তিনি উল্লেখ করেন।

একই হাসপাতালের আরএমও ডা. জুনায়েদ হোসেন লেলিন জানান, অতিরিক্ত গরমের কারণে ডায়রিয়া দেখা দিয়েছে। তবে আইভি স্যালাইনের কিছুটা সঙ্কট রয়েছে। চাহিদা পাঠানো হয়েছে, হয়তো দ্রুত এসে যাবে।

এদিকে কলাপাড়ার এক ওষুধ ব্যবসায়ী জানান, ফার্মেসিতেও আইভি স্যালাইনের সঙ্কট রয়েছে। কোম্পানির কাছে অর্ডার করে পাওয়া যাচ্ছে না। কেউ কেউ এ সুযোগে বেশি দামে বিক্রি করছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত