ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

চীনের নতুন জোটে বাংলাদেশ, বাদ ভারত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২১, ১৬:৩২  
আপডেট :
 ২২ এপ্রিল ২০২১, ১৯:১১

চীনের নতুন জোটে বাংলাদেশ, বাদ ভারত
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসের টিকার জন্য ভারতবিহীন ৬ দেশকে নিয়ে চীনের নতুন জোট গঠনের প্রস্তাবে সায় দিয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপরে দেশের একটি গণমাধ্যমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় এটা কোনো জোট নয় বলে জানান তিনি।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, যখন যার দরকার হবে, এই ফ্যাসিলিটি থেকে তারা ভ্যাকসিন সংগ্রহ করবে। এটাকে বলছি সাউথ এশিয়া কো–অপারেশন (পারস্পরিক সহযোগিতা)।

এ কে আব্দুল মোমেন বলেন, এখন আমরা চীনের সঙ্গে সম্পর্ক করেছি। চীন আমাদের ভ্যাকসিন দেবে। এ ভ্যাকসিন তারা খুব শিগগির দেবে।’

শুরুতেই চীন উপহার হিসেবে বাংলাদেশকে ছয় লাখ ডোজ টিকা উপহার দেবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এ জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, যার খসড়া তৈরিও শেষ হয়েছে।

এ ছাড়া নিজেরা টিকা তৈরির জন্য রাশিয়ার সহায়তাও নিচ্ছে বাংলাদেশ। এ ক্ষেত্রে টিকা তৈরির প্রযুক্তি বাংলাদেশকে দেবে রাশিয়া। এ বিষয়েও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে। তবে রাশিয়া টিকা তৈরির প্রযুক্তি এক শর্তে বাংলাদেশকে দিতে সম্মত হয়েছে। সেটি হলো, প্রযুক্তিটি অন্য কোথাও দেওয়া যাবে না। বাংলাদেশ তাতে সম্মতি জানিয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।

এ ক্ষেত্রে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী কোনো প্রতিষ্ঠানকে এই প্রযুক্তি দেয়ার কথা বলছে রাশিয়া। আর এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে দুই থেকে তিন মাস সময় লাগতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, দেশের স্থানীয় ফার্মাসিউটিক্যালসগুলোর সঙ্গে স্পুটুনিক ভি ভ্যাকসিন উৎপাদনে যেতে প্রস্তাব দিয়েছে রাশিয়া। বাংলাদেশ এতে আগ্রহ প্রকাশ করলেও এখনো তা চূড়ান্ত হয়নি। টীকার বিকল্প উৎস খুঁজতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। সূত্র- চ্যানেল২৪

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত