ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

বিমানবন্দরে সোনার বারসহ মামা-ভাগ্নে আটক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ মে ২০২১, ১৭:৫২  
আপডেট :
 ০১ মে ২০২১, ১৭:৫৮

বিমানবন্দরে সোনার বারসহ মামা-ভাগ্নে আটক
ছবি সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার মধ্যরাতে মমেনুর রহমান নামে এক যাত্রীর কাছ থেকে প্রায় সোয়া তিন কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। উদ্ধার করা সোনার দাম আনুমানিক দুই কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক কর্তৃপক্ষ।

এ ঘটনায় সৌদি প্রবাসী যাত্রী মমেনুর রহমান ও তার ভাগনে বাংলাদেশ বিমানের কর্মী নজরুল ইসলাম ফরাজিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিমানবন্দর থানার পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি উড়োজাহাজে (এসভি ৮০২) সৌদি আরব থেকে শাহজালাল বিমানবন্দরে আসেন মমেনুর রহমান। তিনি গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় শুল্ক কর্মকর্তারা তার কাছে কোনো সোনা বা স্বর্ণালংকার আছে কি না জানতে চাইলে তিনি অস্বীকার করেন।

পরে যাত্রী মমেনুরের ব্যাগেজ স্ক্যানিংয়ে একটি চার্জার লাইটের মোটরের ভেতর সোনার বারের অস্তিত্ব পাওয়া যায়। এরপর ওই চার্জার লাইটের ব্যাটারির ভেতর থেকে প্রায় সোয়া তিন কেজি সোনা উদ্ধার করা হয়।

জানা গেছে, মমেনুরকে গ্রিন চ্যানেল পার হতে সহায়তা করেন তার ভাগনে বিমানকর্মী নজরুল ফরাজি।

আটককৃতদের বিরুদ্ধে শনিবার সকালে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. কায়কোবাদ।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত