ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কৃষক অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ০৩ মে ২০২১, ১৪:৪৯

কৃষক অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন
নড়াইলে কৃষক অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন।

নড়াইলে সদর উপজেলা পর্যায়ের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২১ এর কৃষক অ্যাপের মাধ্যমে নির্বাচিত কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় বাহিরডাঙ্গা গ্রামের সুজিত বিশ্বাস, কৃষ্ণপদ বিশ্বাসের কাছ থেকে মোট ২ টন ধান ক্রয় করেন।

সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা খাদ্য বিভাগ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা খাদ্য গুদারের কর্মকর্তা তরুণ বালা, জেলা মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।

এসময় খাদ্য অফিসের কর্মকর্তাগণ, নির্বাচিত কৃষকগণ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, এবছর প্রতি কেজি ধান ২৭ টাকা করে ১ হাজার ৮০ টাকা মণ দরে লটারির মাধ্যমে সদরের প্রথম অবস্থায় মোট ৩ হাজার ৩৭ জন কৃষকের কাছ থেকে জেলায় মোট ১ হাজার ৫শ’ ৩৭ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত