ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

এখনও ধোঁয়া উড়ছে সুন্দরবনে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ মে ২০২১, ১৬:০৯

এখনও ধোঁয়া উড়ছে সুন্দরবনে
সংগৃহীত ছবি।

মঙ্গলবার সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানী গহীন বনের আগুন নেভানো হলেও বুধবার সেখানকার কয়েকটি স্থান থেকে ধোঁয়া উড়তে দেখায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পানি দেয়ার কাজ শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন।

তিনি জানান, সোমবার যে স্থানে আগুন লেগেছিল মঙ্গলবার বিকেলে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এরপরও বুধবার দুপুরের দিকে আগুনে পুড়ে যাওয়া এলাকার কয়েকটি স্থানে ধোয়া দেখায় শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পানি দেয়া শুরু করেছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার জানান, আগের আগুন লাগার কয়েকটি স্থানে আবারও ধোয়া দেখতে পাওয়ায় সতর্কতা হিসেবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পানি দেওয়া শুরু করে।

সুন্দরবনে এ আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে বন বিভাগ। শরণখোলা রেঞ্জের এসিএফ মো. জয়নাল আবেদীনকে প্রধান করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম ও শরণখোলা স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান।

এ কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে বিভাগীয় বন কর্মকর্তার কাছে (ডিএফও) প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত