ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

মুনিয়ার ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে শেরপুরে মানববন্ধন

  শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ০৬ মে ২০২১, ১৮:১৫

মুনিয়ার ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে শেরপুরে মানববন্ধন
ছবি- প্রতিনিধি

রাজধানীর গুলশানে তরুণী মুনিয়ার মৃত্যুর ঘটনার নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন সামাজিক সংগঠন জনউদ্যোগের আহব্বায়ক আবুল কালাম আজাদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, নারী নেত্রী শামসুর নাহার, আইরিন পারভিনসহ অনেকেই।

বসুন্ধরা গ্রুপের এমডির প্ররোচণায় মুনিয়া আত্মহত্যা করেছে- মানববন্ধনে বক্তারা এমন দাবি করে এর সঠিক তদন্ত ও দোষীদের শাস্তি দাবি জানান।

এছাড়া নারীর প্রতি সহিংসতা রোধ, অপপ্রচার বন্ধ, আইনি সুরক্ষার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহব্বান জানান তারা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত