ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

স্বাস্থ্যবিধি লঙ্ঘন: আড়ংকে লাখ টাকা জরিমানা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২১, ১৯:২৩

স্বাস্থ্যবিধি লঙ্ঘন: আড়ংকে লাখ টাকা জরিমানা
ফাইল ছবি

স্বাস্থ্যবিধি না মানার কারণে লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের আসাদগেট শাখাকে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার শপিংসেন্টারগুলোতে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

এসময় মেয়র আতিকুল ইসলাম বলেন, শপিংমল খোলা রাখার শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কিন্তু এমন হচ্ছে না। আমরা আজ আড়ং এ এসে দেখলাম এখানে ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক প্রবেশ করানো হয়েছে। এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব ছিল তাদের (আড়ং) কিন্তু করেনি। তাই আজ জরিমানা করলাম। যদি আবার এমন পাওয়া যায় তাহলে এরপর সিলগালা করে বন্ধ করে দেব।

এদিন মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকা থেকে অভিযানের শুরু হয়। একপর্যায়ে আসাদগেট এলাকায় আড়ংয়ের শো-রুম এ অভিযান পরিচালনা করা হয়। এসময় শো-রুমে ধারণ ক্ষমতার চাইতে বেশি লোকজন দেখতে পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, আড়ংকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে এক মাসের জেল।

বাংলাদেশ জার্নাল/এমআর/আরএ

  • সর্বশেষ
  • পঠিত