ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

হবিগঞ্জে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ৭

  হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৭ মে ২০২১, ০৯:৪৫

হবিগঞ্জে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ৭
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের ওপর আক্রমণ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামির মা-বাবাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ।

বৃহস্পতিবার রাত ৯টায় এসব তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আশরাফ।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার চিমটিবিলখাস গ্রামের মৃত করিম আলীর ছেলে মামদ আলী (৫৮), ইমান আলী (৬০), মামদ আলীর স্ত্রী রেজিয়া খাতুন (৫০), শিপনের স্ত্রী জেসমিন আক্তার (২৩), হেনা আক্তার (৩০), সফর আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৯) ও দুলাল মিয়ার স্ত্রী নাজমা আক্তার (৩৪)।

ওসি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চিমটিবিলখাস নামক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বুধবার (৫ মে) দিবাগত রাত ১২টার দিকে চুনারুঘাট থানা পুলিশ শিপনের বাড়িতে অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামি শিপনকে গ্রেপ্তার করে। তাকে থানায় নিয়ে আসার সময় শিপনের পরিবারের লোকজন পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করে তাকে ছিনিয়ে নিয়ে যান।

এ সময় তাদের হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যান।

এ ঘটনায় বুধবার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঢাকা পোস্টকে জানান, মূল অভিযুক্ত শিপন মিয়াকে গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত