ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

বাড়বে ঝড়-বৃষ্টি, কমবে তাপমাত্রা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ মে ২০২১, ১৬:১৮

বাড়বে ঝড়-বৃষ্টি, কমবে তাপমাত্রা
ফাইল ছবি

আগামীকাল শনিবার থেকে সারাদেশে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে এবং তাপমাত্রা আরো কমবে। শুক্রবার দুপুরে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান এতথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার তাপমাত্রা একটু বাড়বে। তবে শনিবার থেকে তাপমাত্রা কমবে। একইসাথে ঢাকাসহ সারাদেশে ঝড়-বৃষ্টি বাড়বে।

এদিকে শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রংপুরে, সেখানে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে তেতুলিয়া ও রাজারহাটে ৩৮ মিলিমিটার করে এবং ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও যশোরে ২৮, ডিমলায় ৯, বরিশালে ৮ মিলিমিটারসহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।

বাংলাদেশ জার্নাল/এমএ/আরএ

  • সর্বশেষ
  • পঠিত