ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২১, ১৯:০৪

পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি
পাটকল। ফাইল ছবি

পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধ ও বন্ধ কারখানা চালুর দাবি জানিয়েছে পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ আখ চাষি ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদ।

শুক্রবার সংগঠন দুটির নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, গত বছরের জুলাই মাসে রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকল বন্ধ করায় এই মিলগুলোর ২৪ হাজার স্থায়ী শ্রমিক ও ২৬ হাজার বদলি এবং ক্যাজুয়াল শ্রমিকরা পাওনা পরিশোধ ও তিন মাসের মধ্যে মিলগুলো চালুর দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, পাটকল ও চিনিকলের কর্মচ্যুৎ শ্রমিকরা অত্যন্ত মানবেতর জীবন যাবন করতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে বন্ধ পাটকলগুলো ৩ মাসের মধ্যে নতুন ব্যবস্থায় চালুর কথা সরকার ঘোষণা করেছিল তারও কোন আলামত দেখা যাচ্ছে না।

নেতারা আরো বলেন, আখচাষিদের ৬ দফা মেনে নেয়া এবং পাট ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সমুদয় পাওনা দ্রুত পরিশোধের আহ্বান জানান।

নেতারা বলেন, করোনা মহামারীতে শ্রমিকরা ক্ষতিগ্রস্থ হয়েছে। জীবন, জীবিকার সংকট তীব্র হয়েছে। বন্ধ কারখানা চালু করে শ্রমিকদের পুনরায় কাজে নিয়োজিত করে তাদের দুর্দশামুক্ত করার দাবি জানান তারা।

বাংলাদেশ জার্নাল/এমআর/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত