ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

বিএসএমএমইউতে পূর্ণাঙ্গ হল নির্মাণের পরিকল্পনা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২১, ১৮:০০

বিএসএমএমইউতে পূর্ণাঙ্গ হল নির্মাণের পরিকল্পনা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিক্ষার্থীদের থাকার জন্য কোনো পূর্ণাঙ্গ হল নেই। তাই শিক্ষার্থীদের আবাসিক সুবিধার্থে নতুন একটি পূর্ণাঙ্গ হল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

শনিবার বিএসএমএমইউ’র এ-ব্লকে শিক্ষার্থীদের আবাসিক হোস্টেল পরিদর্শন করেন এবং হল প্রভোস্টের সাথে এক সভায় মিলিত হোন। সভায় পূর্ণাঙ্গ আবাসিক হল নির্মাণের উপর গুরুত্বারোপ করেন এবং সেই সঙ্গে আবাসিক হোস্টেলও সংস্কারের আশ্বাস প্রদান করেন।

সভায় প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান হল পরিচালনার নীতিমালাসহ হল সংক্রান্ত সংবিধি, প্রবিধানের খসড়া উপাচার্যের কাছে হস্তান্তর করেন। সভায় হলের নামকরণ করার বিষয়েও আলোচনা হয়।

সভায় বিএসএমএমইউ’র উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাউন্ড দেন। এছাড়াও তার কার্যালয়ে প্রশাসনিক মিটিং, চাকরি স্থায়ীকরণ বিষয়ে সভা এবং জুমে চক্ষু চিকিৎসক সমিতির কার্যকরী কমিটির দ্বিতীয় মাসিক সভায় অংশগ্রহণ করেন। এছাড়া রাত ৮টায় উপাচার্য জুমে লুপাস ফাউন্ডেশন অফ বাংলাদেশের সভায় অংশগ্রহণ করবেন।

এদিকে বিএসএমএমইউ’র জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে এদিন ১৫৫০ জন করোনা দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। এখন পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩৫ হাজার ৮৫৪ জন। এছাড়া বেতার ভবনের পিসিআর ল্যাবে এখন পর্যন্ত ১ লক্ষ ৩৯ হাজার ৮০৪ জনের করোনা টেস্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে ৯৪ হাজার ৪১০ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। অন্যদিকে করোনা ইউনিটে ৮৫৪৫ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪৮২২ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪৮৪ জন। বর্তমানে ভর্তি আছেন ৯০ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ১২ জন রোগী।

বাংলাদেশ জার্নাল/এমআর/কেআই

  • সর্বশেষ
  • পঠিত