ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ভোলার কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  ভোলা প্রতিনিধি

প্রকাশ : ০৯ মে ২০২১, ১৩:১৯

ভোলার কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
ভোলার কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।

ভোলায় তজুমদ্দিনে উচ্চফলনশীল জাতের ধান ব্যাবিলন-২ কর্তন উপলক্ষে কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার আড়ালিয়া গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

ব্যাবিলন এগ্রিসাইন্স লিমিটেড এ মাঠ দিবসের আয়োজন করে। এতে কৃষি বিভাগের কর্মকর্তাসহ শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

এসময় সংক্ষিপ্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্যাবিলন এগ্রিসাইন্স’র সহকারি ব্যবস্থাপক কৃষিবিদ ড. মো. আবু তায়েব, এরিয়া সেলস ম্যানেজার মো. মামুন, মার্কেটিং অফিসার লিটন আহমেদ, উপ-সহকারি কৃষি অফিসার বিরেন চন্দ্র দে প্রমুখ।

বক্তারা বলেন, উচ্চফলশীল জাতের এই ধান আউশ, আমন ও বোরো মৌসুমে আবাদ করা যায়, এটি অন্য ধানের তুলনায় কম খরচে ফলন বেশি। রোগ এবং পোকার আক্রমণ কম। ঝড় বাতাসে সহজেই হেলে পড়ে না।

প্রতিষ্ঠানটির সূত্র জানিয়েছে, এই প্রথমববারের মত জেলার তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলায় ১৫ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল ব্যাবিলন-২ জাতের ধান আবাদ হয়েছে। ফলন অনেক ভালো হওয়ায় কৃষকের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত