ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

গাজীপুরে অস্ত্রসহ চার ডাকাত আটক

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ০৯ মে ২০২১, ২২:২৪  
আপডেট :
 ০৯ মে ২০২১, ২২:২৭

গাজীপুরে অস্ত্রসহ চার ডাকাত আটক
গ্রেপ্তারের পর আটকরা

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়েছে। শনিবার মধ্যরাতে মহানগরের ইটাহাটা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

এ বিষয়ে বাসন থানায় মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাসন থানার ওসি মো. কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, জামালপুরের ইসলামপুর থানার ডিক্রীরচর এলাকার মো. নুর হোসেন (২০), একই জেলার রানাগাছা এলাকার মো. রফিকুল ইসলাম (১৮), রংপুরের পীরগাছা থানার সোলাগাড়িয়া এলাকার নবীর হোসেন (২০) ও কুমিল্লার মুরাদনগর থানার নুর ইসলাম (২০)।

বাসন থানার ওসি মো. কামরুল ফারুক জানান, শনিবার দিবাগত রাতে গাজীপুর মহানগরের ইটাহাটা এলাকার কোস্ট টু কোস্ট গার্মেন্টের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েজন যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ চারজনকে আটক করে।

আটকের পর তাদের কাছ থেকে একটি রাম দা, চাইনিজ কুড়াল সদৃশ ধারালো অস্ত্র, একটি কাঁচি ও রড জব্দ করা হয়।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত