ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ঈদযাত্রায় পদ্মার দুর্গম চরে সন্তানের জন্ম দিলেন সুমা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২১, ১২:১৯

ঈদযাত্রায় পদ্মার দুর্গম চরে সন্তানের জন্ম দিলেন সুমা
ছবি: সংগৃহীত

নাহিদ মিয়া পরিবার নিয়ে থাকেন ঢাকার লালবাগে। ঈদে গ্রামের বাড়ি যেতে চায় পরিবার। তাই রোববার অন্তঃসত্ত্বা স্ত্রী সুমা বেগমকে নিয়ে রওনা হয়েছিলেন বাড়ির উদ্দেশে- বরিশালের হিজলা উপজেলার শ্রীপুর গ্রামে। দূরপাল্লার গণপরিবহণ বন্ধ, পদ্মা পাড়ি দেওয়ার নৌযানও চলে না। কোনো রকমে একটি ট্রলারে করে এসে নামেন জাজিরার পদ্মার চরে। সেখান থেকে ২ কিলোমিটার হাঁটার পর প্রসব বেদনা শুরু হয় সুমা বেগমের।

কোনো উপায় না পেয়ে চরের একটি বাড়িতে নেয়া হয় সুমাকে। বিকাল সাড়ে ৫টার দিকে একটি কন্যাসন্তান জন্ম দেন তিনি।

পরে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশু ও মা দুজনই এখন সুস্থ রয়েছে বলে জানিয়েছেন জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান।

সুমা আক্তার ও নাহিদ হোসেন দম্পতি বরিশাল জেলার হিজলা উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা। তারা ঢাকার লালবাগ এলাকায় থাকেন। দুই বছর আগে তাদের বিয়ে হয়।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ফেরি বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটের পাশ থেকে মাঝির ঘাট আসার জন্য একটি ট্রলার ভাড়া করেন নাহিদ। সেই ট্রলারটি যাত্রী নিয়ে মাঝিরঘাট থেকে ৪ কিলোমিটার দূরে পূর্ব নাওডোবার ওবায়েদ মাঝিকান্দি এলাকায় যাত্রীদের নামিয়ে দেন। বাধ্য হয়ে হাঁটতে থাকেন তারা। কিন্তু মাঝির ঘাট আসার আগেই পাইনপাড়া এলাকায় মেয়ে শিশুর জন্ম দেন সুমা। পরে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সহকারী ও স্থানীয়রা মা ও শিশুকে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

নাহিদ হোসেন বলেন, কয়েকদিন আগে চিকিৎসকের পরামর্শ নিয়েছি। তখন চিকিৎসক জানান, আগামী মাসে (জুন) সন্তান জন্ম হবে। তাই স্ত্রীকে দেশের বাড়ি নিয়ে যাচ্ছিলাম। কিন্তু ফেরি বন্ধ থাকায় আমরা ট্রলারে পার হচ্ছিলাম। আমাদের চরের মাঝে নামিয়ে দিয়ে বলা হয় এক কিলোমিটার দূরেই মাঝির ঘাট। কিন্তু সেখানে আসার আগেই প্রসববেদনা উঠে সুমার। তখন এলাকার নারীরা দেখে এগিয়ে আসেন। বিকেলে কন্যাসন্তান হয় আমাদের।

ইউনিয়ন স্বাস্থ্য সহকারী রিনা বেগম বলেন, আমি স্থানীয়দের মাধ্যমে খবর পাই পাইনপাড়া এলাকায় প্রসববেদনায় ছটফট করছেন এক নারী। আমি দ্রুত সেখানে যাই। যাওয়ার আগেই সেখানে একটি ফুটফুটে মেয়ে শিশুর জন্ম হয়। মা ও শিশু দুইজনই ভালো আছে।

জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান বলেন, উপজেলার পাইনপাড়া এলাকায় এক নারী কন্যা সন্তানের জন্ম দেন। তাকে আমাদের ইউনিয়ন সহকারীর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের সকল পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। মা ও শিশু দুইজনই ভালো আছে। উপজেলা প্রশাসন তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত