ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

দুধে ভেজাল: ভ্রাম্যমাণ আদালতের মামলা ও জরিমানা

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২১, ১২:৫৩

দুধে ভেজাল: ভ্রাম্যমাণ আদালতের মামলা ও জরিমানা
ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুধের বাজারে ভেজাল দুধ বিক্রি এবং স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে সাত জনের বিরুদ্ধে মামলা ও দুই হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে উপজেলার কড়িহাতা ইউনিয়নের কবিরের দুধ বাজারে অভিযান চালিয়ে ওই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা।

ইউএনও মোসা. ইসমত আরা জানান, কবিরের দুধ বাজার উপজেলার সবচেয়ে বড় দুধের বাজার। প্রতিদিন সকাল ৬টায় ওই বাজার বসে। দূর-দূরান্ত থেকে এখানে পাইকাররা দুধ কিনে নিয়ে যায়। সেখানে ভেজাল দুধ বিক্রির খবর পেয়ে সোমবার সকালে সেখানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ভেজাল দুধ বিক্রেতারা কৌশলে সটকে পড়তে থাকেন। এসময় দুধ পরীক্ষার পর এক বিক্রেতার দুধে ভেজাল পাওয়া গেলে তার বিরুদ্ধে মামলা ও ৫শ’ টাকা জরিমানা করা হয়।

এ সময় দুধে ভেজাল না করতে অন্য বিক্রেতাদেরও সতর্ক করা হয়েছে। এছাড়া করোনা মহামারীকালে বাজারে স্বাস্থ্য না মানার অভিযোগে আরো ছয় জনের বিরুদ্ধে মামলা ও তাদের দুই হাজার দুইশ’ টাকা করে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত