ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

অবশেষে ফেরি চলাচলের অনুমতি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২১, ১৭:১৪  
আপডেট :
 ১০ মে ২০২১, ১৭:১৯

অবশেষে ফেরি চলাচলের অনুমতি
ছবি- নিজস্ব

অবশেষে দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)। একইসঙ্গে যাত্রীর চাপ সামলাতে ফেরীর সংখ্যাও বাড়ানো হয়েছে।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি।

এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে শনিবার (৮ মে) সকাল ৬টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। হঠাৎ ফেরি বন্ধের ঘোষণায় ঘাট এলাকায় ছোট গাড়ির লম্বা লাইন তৈরি হয়ে।

এর মধ্যে লাশবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি যান পারাপারে একটি ফেরি পাটুরিয়া ঘাটে ভেড়াতে গেলে যাত্রীরা দৌড়ে সেখানে ওঠার চেষ্টা করেন। ঘাট পারাপারে মরিয়া হয়ে পড়েন যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, শুক্রবার মধ্যরাতে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা আসে। নির্দেশনা মোতাবেক শনিবার সকাল ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি বন্ধ রাখায় উভয় ঘাটে অসংখ্য গাড়ি আটকা পড়ে। এরপরেই বিকেলে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়।

আরো পড়ুন

ব্যারিকেড উপেক্ষা করে যাত্রীর চাপ, ছাড়ল ফেরি

ফেরিঘাটে ঘরমুখী মানুষের ভিড়

বাংলাদেশ জার্নাল/এফজেড/আরএ

  • সর্বশেষ
  • পঠিত