ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

স্বাস্থ্যবিধি না মানায় লাখ টাকা জরিমানা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২১, ২২:১৫

স্বাস্থ্যবিধি না মানায় লাখ টাকা জরিমানা
ফাইল ছবি

করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যববসা করা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে ৩ টি মামলায় ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

এদিকে ডিএনসিসির স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ এবং তরল জীবাণুনাশক ছিটানো কার্যক্রম পরিদর্শন করেন মেয়র মো. আতিকুল ইসলাম।

এসময় মেয়র বলেন, ডিএনসিসির পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ এবং তরল জীবাণুনাশক ছিটানো কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আর‌ও বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

বাংলাদেশ জার্নাল/এমআর

  • সর্বশেষ
  • পঠিত