ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

টিকা আনতে চীনে গেল বিমান বাহিনীর উড়োজাহাজ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২১, ১৭:৫৬  
আপডেট :
 ১১ মে ২০২১, ১৮:০৬

টিকা আনতে চীনে গেল বিমান বাহিনীর উড়োজাহাজ
ছবি- আইএসপিআর

করোনা প্রতিরোধে চীন থেকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা ও এডি সিরিঞ্জ সংগ্রহ করতে সি-১৩০জে পরিবহন বিমানে করে বিমান বাহিনীর ১৩ জন এয়ার ক্রু চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

মঙ্গলবার বিমান বাহিনীর উইং কমান্ডার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হন তারা।

এই মিশনটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন: চীন থেকে ৫ কোটি ডোজ টিকা কিনবে সরকার

বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সরকার প্রদত্ত নীতিমালা অনুসরন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা ও এডি সিরিঞ্জ সংগ্রহের জন্য এই গুডউইল মিশন পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, টিকা নিয়ে বিমান বাহিনীর পরিবহন বিমানটি আগামীকাল বুধবার দেশে প্রত্যাবর্তন করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত