ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

রাতেও ঘাটে ঘরমুখো মানুষের স্রোত

  মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২১, ০৩:০৩  
আপডেট :
 ১২ মে ২০২১, ০৫:৪৯

রাতেও ঘাটে ঘরমুখো মানুষের স্রোত
সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ঘাটে আসতে থাকেন যাত্রীরা

ঈদে ঘরমুখো মানুষের চাপ কমেনি মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে। মঙ্গলবার রাত ১১টার পরেও এ ঘাটে যাত্রীদের চাপ দেখা গেছে। বৈরী আবহাওয়ার মধ্যেই পায়ে হেঁটে পদ্মা নদী পার হতে ছুটে চলছেন দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ।

বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে এমন তথ্য জানিয়েছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ম্যানেজার মহিউদ্দিন রাসেল বলেন, সন্ধার পর থেকে ঈদে ঘরমুখো হাজার হাজার মানুষ পাটুরিয়া ঘাট পয়েন্টে জড়ো হতে থাকেন। প্রতিটি ফেরিতেই সাধারণ যানবাহনের পাশাপাশি যাত্রীরা পার হচ্ছে। বর্তমানে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।

শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বলেন, দুপুরবেলা ঘাট একবারে ফাঁকা ছিল। যানবাহন স্বল্পতায় ফেরিগুলো ছাড়তে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছিল। তবে বিকেলে সেই দৃশ্য পাল্টে যায়। ঘাটে ঘরমুখো মানুষের স্রোত বাড়তে থাকে। সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে ঘাটে আসছেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত