ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২১, ০৮:১৯

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে শুভেচ্ছা ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে।

বুধবার (১২ মে) রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রেস সচিব বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে শুভেচ্ছা ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আজ বৃহস্পতিবার ৩০ রোজা পূর্ণ হবে। শুক্রবার দেশে পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার (১২ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধানমন্ত্রী তার ভাষণে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনা মহামারির সংকট কাটিয়ে উঠতে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন

খোলা জায়গায় নয়, ঈদের জামাত মসজিদে

ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

শিক্ষকদের প্রধানমন্ত্রীর ৭৫ কোটি টাকা অনুদান

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত