ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

একইভাবে ফেরাটা বিপজ্জনক হবে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২১, ০১:০৯

একইভাবে ফেরাটা বিপজ্জনক হবে
ছবি সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেছেন, লকডাউনের মধ্যে মানুষ যেভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে দলে দলে বাড়ি গেছেন, একইভাবে ফিরে আসলে তা অবশ্যই বিপজ্জনক হবে।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

খুরশীদ আলম বলেন, এ লকডাউনের মধ্যে মানুষ যেভাবে বাড়ি গেছেন একইভাবে ফিরলে অবশ্যই বিপজ্জনক হবে। এ কারণে এই ফেরাটা যদি একটু বিলম্বিত করা যায় ভালো হয়। এ ছাড়া যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে তাদের ঢাকায় আনার ব্যবস্থা করা যায় সেটাও বিবেচনা করা যেতে পারে।

তিনি আরো বলেন, ঈদে গ্রামমুখী মানুষের বাধভাঙ্গা জনস্রোত দেখা যাওয়ায় বিশেষজ্ঞরা সংক্রমণ ও মৃত্যুর হারে নতুন ধাক্কা লাগার আশঙ্কা করছেন। ঈদ পরবর্তীকালে শহরমুখী জনস্রোত উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে।

‌স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, স্বাস্থ্য বিশেষজ্ঞগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শকে উপেক্ষা করার মাশুল গুনতে হতে পারে। জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং স্বাস্থ্যবিধি ও শতভাগ মাস্ক পড়তেই হবে।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত