ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

পঞ্চগড়ে সকালে কুয়াশা, দুপুরে গরম

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২১, ০২:২২

পঞ্চগড়ে সকালে কুয়াশা, দুপুরে গরম
ছবি সংগৃহীত

ঈদুল ফিতরের দিনে পঞ্চগড়ে এক বিরূপ আবহাওয়া দেখা দিয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। তবে এর কয়েক ঘণ্টার ব্যবধানেই দুপুরে তাপমাত্র বেড়ে তীব্র গরম পড়তে থাকে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বলছেন, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাতভর ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকতে দেখা গেছে। এদিকে কয়েক ঘণ্টার ব্যবধানে দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ে হঠাৎ আবহাওয়ার এমন বিরুপ রূপ দেখা দিয়েছে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত