ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

সিগারেট ধরাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৫

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২১, ০১:৩২  
আপডেট :
 ১৬ মে ২০২১, ১০:৫৮

সিগারেট ধরাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৫
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাকলিয়া এলাকার একটি বাসায় সিগারেট ধরাতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৫ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে ভরাপুকুর পাড় এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।

আহতরা হলেন- কিশোর কুমার দে (৪২), পংকজ দে (৪০), যদু বিশ্বাস (৫৫), মধুসূদন দত্ত (৪৫) ও প্রদীপ দাশ (৫২)।

এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, বাকলিয়াতে একটি ভাড়া বাসায় তাস খেলার সময় সিগারেট ধরাতে গিয়ে গ্যাসলাইট বিস্ফোরণ হয়ে পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছে। পরে স্থানীয়রা চমেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করে। এদের মধ্যে প্রদীপ দাশের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত