ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

সাংবাদিক রোজিনার ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২১, ১১:৩৮  
আপডেট :
 ১৮ মে ২০২১, ১২:২৯

সাংবাদিক রোজিনার ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
ছবি- সংগৃহীত

‘অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গোপনীয় নথির ছবি তোলা ও নথি লুকিয়ে রাখার’ অভিযোগে শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় সাংবাদিক রোজিনা ইসলামের ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আরিফুর রহমান সরদার আদালতে রিমান্ড আবেদন করেন। মঙ্গলবার বেলা ১১টার পরে রোজিনাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়।

আদালতের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদালতে রিমান্ড আবেদনের শুনানি শুরু হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল ৮টার দিকে সাংবাদিক রোজিনা ইসলামকে শাহবাগ থানা থেকে আদালতে নেওয়া হয়।

গতকাল সোমবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সেখানকার কর্মকর্তারা রোজিনা ইসলামকে অবরুদ্ধ করেন। পাঁচ ঘণ্টা অবরুদ্ধের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়। রাতে তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়। রাত ১১টার পর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোজিনা ইসলামের বিরুদ্ধে ‘অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গোপনীয় নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার’ অভিযোগ আনে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন- সাংবাদিক রোজিনা আদালতে

পাল্টা মামলা করবে রোজিনার পরিবার

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কটের ঘোষণা বিএসআরএফ’র

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত