ভুট্টা ক্ষেত থেকে নবজাতক উদ্ধার
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২১, ১৭:২০
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা ক্ষেতে একটি নবজাতক (মেয়ে) পাওয়া গেছে। পুলিশ ওই নবজাতকটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত এক মহিলার জিম্মায় দিয়েছে।
শুক্রবার সকালে ওই উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় ভুট্টা ক্ষেতে পড়ে থাকা নবজাতককে প্রথম দেখতে পায় মিনা বেগম নামে এক মহিলা।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, মিনা বেগম নামে ওই মহিলা ভুট্টা ক্ষেতে গরু বাঁধতে গেলে বাচ্চার কান্না শুনতে পায়। পরে তিনি কাছে গিয়ে নবজাতককে (মেয়ে) উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। পুলিশ খবর পেয়ে নবজাতকটিকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করান।
আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত নবজাতক ওই মহিলার জিম্মায় দেয়া হয়েছে। আদালতের সিদ্ধান্ত এলে সমাজসেবা বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। চিকিৎসকরা জানিয়েছেন নবজাতকটি সুস্থ আছেন।
বাংলাদেশ জার্নাল/টিআই