ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

মুক্তির পর যা বললেন সাংবাদিক রোজিনা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২১, ১৮:৩৮  
আপডেট :
 ২৩ মে ২০২১, ১৯:২৭

মুক্তির পর যা বললেন সাংবাদিক রোজিনা

সাংবাদিকতা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন প্রথম আলোর সিনিয়র প্রতিবেদক রোজিনা ইসলাম। রোববার বিকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তির পর এ কথা বলেন তিনি। রোজিনা ইসলাম কাশিমপুর মহিলা কারাগারে বন্দি ছিলেন।

আরো পড়ুন: জামিন পেলেন সাংবাদিক রোজিনা

সাংবাদিকতা চালিয়ে যাওয়ার কথা জানিয়ে রোজিনা ইসলাম বলেন, সাংবাদিকসহ যারা পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ।

আরো পড়ুন: অবশেষে মুক্ত সাংবাদিক রোজিনা

এরআগে সকালে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লা পাঁচ হাজার টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেয়ার শর্তে রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন।

আরো পড়ুন: পাল্টা মামলা করবে রোজিনার পরিবার

অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা এক মামলায় তিনি প্রায় এক সপ্তাহ ধরে কারাগারে আটক ছিলেন। তার বিরুদ্ধে সচিবালয় থেকে সরকারি 'নথি চুরির' অভিযোগ আনা হয়েছে।

আরো পড়ুন: আমার সঙ্গে অন্যায় হয়েছে: রোজিনা ইসলাম

নিন্ম আদালতে জামিনের আদেশের পর পরই রোজিনা ইসলামের আত্মীয় স্বজন ও সাংবাদিকরা ফুল নিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারের ফটকের বাইরে ভিড় জমাতে শুরু করে। জামিনের কাগজপত্র পৌঁছানোর পর কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা শেষে রোজিনা ইসলামকে মুক্তি দেয়।

আরো পড়ুন: রোজিনার বিষয়টি সাধ্যমতো দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী

আরো পড়ুন: রোজিনা ইসলাম অবশ্যই ন্যায়বিচার পাবেন: আইনমন্ত্রী

আরো পড়ুন: রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

বাংলাদেশ জার্নাল/ কেএস

  • সর্বশেষ
  • পঠিত