ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২১, ১৫:৪৩

দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস
ছবি- সংগৃহীত

দেশের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশের পাঁচ বিভাগের অধিকাংশ জায়গায় এবং তিন বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ঝড়-বৃষ্টি হতে পারে।কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।

মঙ্গলবার ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে গত ২৪ ঘণ্টায় কক্সবাজারের কুতুবদিয়া ছাড়া সারাদেশেই ঝড়বৃষ্টি হয়েছে। তার মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সন্দ্বীপে, ১৩০ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টি হয়েছে ৩৬ মিলিমিটার। পাঁচ বিভাগের অধিকাংশ জায়গায় এবং তিন বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। এতে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ইয়াস উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় আকারে সকাল ৯টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত