ঢাকা, রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

পাঁচ ঘণ্টায় ৬ বার ভূমিকম্প, সিলেটজুড়ে আতঙ্ক

  সৈয়দ রাসেল, সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২৯ মে ২০২১, ১৭:০৪  
আপডেট :
 ২৯ মে ২০২১, ২২:৫০

পাঁচ ঘণ্টায় ৬ বার ভূমিকম্প, সিলেটজুড়ে আতঙ্ক
ফাইল ছবি। সিলেট

একদিনে মাত্র ৫ ঘণ্টার মধ্যে ৬ দফা ছোট-বড় ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। এই প্রথমবারের মতো এমন ঘন ঘন ভূ-কম্পনে আতঙ্কিত হয়ে পড়েছে সিলেটের সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, ভূমিকম্প ঝুঁকিপূর্ণ সিলেটে নগরায়নে অধিকতর সতর্কতা অবলম্বনের কথা।

এদিকে নজিরবিহীন এমন ঘটনার পর নড়েচড়ে বসেছে নগর কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ ভবন অপসারণসহ জনসচেতনতা বাড়াতে জরুরি ভিত্তিতে নিচ্ছে নানা উদ্যোগ। এরই মধ্যে নগর কর্তৃপক্ষের আহ্বানে বৈঠকে বসেছে পুলিশ, ফায়ার সার্ভিস, নগর পরিকল্পনাবিদসহ সংশ্লিষ্টরা।

এর আগে শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৬ মিনিটের সময় প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এ কম্পনের রেশ কাটতে না কাটতেই ১০টা ৫০ মিনিটে ফের কেঁপে ওঠে সিলেট। এরপর সকাল সাড়ে ১১টায় ও ১১টা ৩৪ মিনিটে দুটি ভূ-কম্পন অনুভূত হলে সিলেটজুড়ে মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ১০.৩৬ মিনিটে ভূমিকম্পের মাত্রা ছিল ৩। ১০টা ৫০ মিনিটে ভূমিকম্পের মাত্রা ৪.১। এরপর ১১টা ৩০ মিনিটে হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ২.৮। এছাড়া ১১টা ৩৪ মিনিটের ভূমিকম্পের মাত্রা ২ এর নিচে হওয়ায় সেটা গণনায় নেয়া হয়নি। এছাড়া বেলা ১টা ৫৮ মিনিটে ফের ৪ মাত্রার কম্পন অনুভূত হয়। এরপর সোয়া ২টার দিকে আবারও ভূমিকম্প হলেও সেটা রিখটার স্কেলে ২ মাত্রার নিচে হওয়ায় গণনায় নেয়নি আবহাওয়া অধিদপ্তর।

সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট অঞ্চলে এবং এর বিস্তার ১৩ কিলোমিটার। সিলেট-ভারতের সীমান্তবর্তী ডাউকি প্লেটের খুব কাছাকাছি হওয়ায় বড় ধরনের ঝুঁকিতে উত্তরপূর্বের এই জনপদ। এমন বাস্তবতায় তিনি সবাইকে বিল্ডিং কোড মেনে ভবন তৈরির আহ্বান জানান।

এদিকে আজকের ভূমিকম্পের বিস্তার ১৩ কিলোমিটার হওয়ায় বড় ঝুঁকিতে রয়েছে সিলেট নগরী। এর মধ্যে বড় বিল্ডিংগুলো আরও বেশি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এ যাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির না হলেও সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় নড়েচড়ে বসেছে নগর কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ ভবন অপসারণসহ জনসচেতনতা বাড়াতে জরুরি ভিত্তিতে নিচ্ছে নানা উদ্যোগ।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বয়ে কাজ শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের পাশাপাশি অলিগলির সড়কগুলো প্রশস্ত করার উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি বিল্ডিং কোড মেনে বহুতল ভবন নির্মাণের বিষয়ে আরো কঠোর হওয়ার কথা জানান নগরপিতা আরিফ।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত