ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

পর্যটনকেন্দ্র চালু রাখার দাবিতে কুয়াকাটায় মানববন্ধন

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ২৯ মে ২০২১, ১৯:১৬

পর্যটনকেন্দ্র চালু রাখার দাবিতে কুয়াকাটায় মানববন্ধন
ছবি- প্রতিনিধি

পর্যটন শিল্প ও পর্যটন বিনিয়োগকারীদের বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে পর্যটনকেন্দ্র চালু রাখার দাবিতে কুয়াকাটায় মানববন্ধন করেছে সংশ্লিষ্টরা।

শনিবার বিকেল সাড়ে ৪টায় ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এ কর্মসূচির আয়োজন করে।

প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে ট্যুরিস্ট গাইড, হোটেল-রেস্টুরেন্ট ব্যবসায়ী, ট্যুরিস্ট বোট অ্যাসেসিয়েশন, সৈকতের ছাতা-বেঞ্চ, ফিস ফ্রাই, শুটকি, ঝিনুক ব্যবসায়ীসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কলকারখান চালু থাকলেও পর্যটন শিল্প বন্ধ থাকায় চরম সঙ্কটে ব্যবসায়ীরা। তাই পর্যটন শিল্প ও পর্যটন বিনিয়োগকারীদের বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে পর্যটনকেন্দ্র চালু রাখার দাবি তাদের।

এ সময় বক্তব্য রাখেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা’র সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক কাজী সাঈদ, টোয়াক’র সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন আনু, জহিরুল ইসলাম মিরনসহ আরো অনেকে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত