ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর সহায়তা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ জুন ২০২১, ১৭:২৬

ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর সহায়তা
ছবি- আইএসপিআর

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এ ক্ষতিগ্রস্ত সমুদ্র উপকূলীয় প্রত্যন্ত এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী।

এরই অংশ হিসেবে মঙ্গলবার মংলাস্থ কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট’র তত্ত্বাবধানে খুলনার ডাংমারী, পিরোজপুরের মাঝারের চর, চরখালী ও মঠবাড়িয়া এলাকায় ২ হাজার পরিবারের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করা হয়।

এছাড়া গতকাল সোমবার বরগুনা জেলার বেতাগী ও ফুলঝুড়ি এবং বাগেরহাট জেলার মোংলা, জঁয়মনি ও রামপাল এলাকায় ১ হাজার পরিবারের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করা হয়।

অন্যদিকে, কক্সবাজারের নুনিয়াছরা, কুতুবদিয়া পাড়া, সমতিপাড়া, নাজিরারটেক ও ইনানী বিচ এলাকার ৬ নং ওয়ার্ড জেলেপাড়ার ৫০০ পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, খাদ্য সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, ছোলা, লবণ, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত