ঢাকা, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ০১ জুন ২০২১, ১৭:৪২

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো. আরিফ বিল্লাহ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গললবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। আরিফ বিল্লাহ দৌলতপুর গ্রামের মো. আবু তাহেরের ছেলে।

জানা যায়, ঘটনার সময় আরিফ নিজেদের পানির মোটর দিয়ে পানি উঠাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরিফ বিল্লাহ দৌলতপুর আলিম মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত