নাটোরে পাট ক্ষেতে মিললো অজ্ঞাত নারীর লাশ
নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২১, ১৯:৩১
নাটোরের গুরুদাসপুরে ১০ নং ব্রিজের পাশের পাট ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বনপাড়া-হাটিকমরুল মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, উপজেলার মশিন্দা ইউনিয়নের বনপাড়া-হাটিকমরুল মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর ব্রিজের পাশে পাট ক্ষেতে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা এখোন জানা সম্ভব হয়নি উল্লেখ করে তিনি আরো জানান, মৃত্যুর কারণ ও মরদেহটির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
বাংলাদেশ জার্নাল/এসকে