ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

জেনারেল আজিজের উত্তরসূরি কে হচ্ছেন?

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২১, ২১:০৯

জেনারেল আজিজের উত্তরসূরি কে হচ্ছেন?
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। ফাইল ফটো

চাকরির মেয়াদের শেষ সময়ে পৌঁছেছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। মেয়াদ না বাড়ালে চলতি মাসের ২৫ তারিখে তার অবসরে যাওয়ার কথা রয়েছে। তাই তার উত্তরসূরি কে হচ্ছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

২০১৮ সালের ২৫ জুন সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন জেনারেল আজিজ আহমেদ। আগামী ২৫ জুন তিনবছর অতিক্রম করবেন তিনি।

সেনাপ্রধানের চাকরিবিধি মতে, দায়িত্বগ্রহণের পর একজন সেনাপ্রধান তিন বছর সময় অথবা তার বয়স ৬০ বছর অতিবাহিত হলে অবসরে যেতে হয়। তবে সরকার ইচ্ছে করলে চাকরির মেয়াদ বাড়াতে পারেন।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত