ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

পাহাড় ধসে ক্ষয়ক্ষতি কমাতে রাঙামাটিতে জরুরি সভা

  রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ০৬ জুন ২০২১, ১৩:৪৮

পাহাড় ধসে ক্ষয়ক্ষতি কমাতে রাঙামাটিতে জরুরি সভা
ছবি: প্রতিনিধি

পাহাড় ধসে ক্ষয়ক্ষতি কমাতে রাঙামাটিতে জরুরি সভা করেছে জেলা প্রশাসন। রোববার সকাল সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, নিরাপত্তা বাহিনী, সড়ক জনপদ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, এলজিইডি, পৌরসভা. স্কাউটসহ সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকার আহবান জানানো হয়।

সভায় সিদ্ধান্ত হয় দুর্যোগ দেখা দিলে সরকারি প্রতিষ্ঠানগুলো অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের ছুটি না দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আবু তালেব প্রমুখ।

সভায় বলা হয় প্রতি বছর বর্ষার বৃষ্টি হলে রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনা ঘটে। সর্তকতার অভাবের কারণে অনেক সময় বড় দুর্ঘটনা ঘটে। একটু সতর্কতা অবলম্বন করা হলে বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত