ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

নাটোরে চলছে ‘কঠোর লকডাউন’

  নাটোর প্রতিনিধি

প্রকাশ : ০৯ জুন ২০২১, ০৯:৪৪

নাটোরে চলছে ‘কঠোর লকডাউন’
সংগৃহীত ছবি।

করোনা সংক্রমণ বাড়ায় নাটোরে শুরু হয়েছে ৭ দিনের কঠোর লকডাউন। কেউ বিনা প্রয়োজনে বের হলে পুলিশের জেরার মুখোমুখি হতে হচ্ছে।

সোমবার রাতে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়। তবে লকডাউন চলাকালে জরুরি পণ্যসেবা সরবরাহ চালু থাকবে।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, সাত দিন নাটোর সদর ও সিংড়া পৌরসভা এলাকায় সর্বাত্মক লকডাউন থাকবে। লকডাউনের ক্ষেত্রে জাতীয় নীতিমালা অনুসরণ করা হবে। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না, মাস্ক পরিধান বাধ্যতামূলক এবং স্বেচ্ছাসেবকরা জরুরি পণ্য সরবরাহ করবেন।

এ ভার্চুয়াল যুক্ত ছিলেন স্থানীয় এমপি, মন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ প্রশাসনের কর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীসমাজের প্রতিনিধিরা। সভায় অংশগ্রহণকারীদের কাছে লকডাউনের ব্যাপারে মতামত চেয়ে জরিপ পরিচালনা করা হয়।

সেখানে বেশির ভাগ অংশগ্রহণকারী সর্বাত্মক লকডাউনের পক্ষে মত দেন। সভা শেষে কঠোর লকডাউনের সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত