ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ফরিদপুরে হঠাৎ মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে মানুষ

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ০৯ জুন ২০২১, ১৫:১৩

ফরিদপুরে হঠাৎ মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে মানুষ
ছবি: প্রতিনিধি

দেশের দক্ষিণাঞ্চলের জেলা ফরিদপুরে হঠাৎ করে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়ে খেটে খাওয়া মানুষ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মেঘে ঢেকে যায় আকাশ। এর কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি। প্রায় ৪ ঘণ্টা ধরে চলে এই বৃষ্টি।

ফরিদপুর আবহাওয়া অফিস জানায়, সকাল থেকে হালকা বাতাস ছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে জেলার বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। আরো এক-দুইদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় এ জনপদের মানুষকে। কাজে ব্যাঘাত ঘটায় বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষেরা।

শহরের ভ্যানচালক ছুরমান মুন্সী বলেন, মাল ডেলিভারির জন্য বের হইছিলাম। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। মালগুলো সব ভিজে গেছে। তাছাড়া বৃষ্টিওতো থামতেছে না। এদিকে ডেলিভারির সময় পার হয়ে যাচ্ছে।

সদর উপজেলার কমলাপুর এলাকার দিনমজুর তুরাপ আলী বলেন, ‘বৃষ্টি উপেক্ষা করে কাজের জন্য বের হইছিলাম। কিন্তু কোনো কাজ পাই নাই। কিস্তির টাকা যে কেমনে দিমু ভাবতেছি।’

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত