ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

গাজীপুরে কারখানায় দগ্ধ পোশাক শ্রমিকের মৃত্যু

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১০ জুন ২০২১, ০০:৫৫  
আপডেট :
 ১০ জুন ২০২১, ০০:৫৯

গাজীপুরে কারখানায় দগ্ধ পোশাক শ্রমিকের মৃত্যু

গাজীপুরে বয়লারের পানিতে দগ্ধ পোশাক কারখানার শ্রমিক শাকিব মিয়া (২০) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চারদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার মধ্যরাত ২টার দিকে তিনি মারা যান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বিষয়টি নিশ্চিত করেছেন।

শাকিব মিয়া ময়মনসিংহের কতোয়ালী থানার চরসিকতা এলাকার ওসমান গনির ছেলে।

জিএমপি’র কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা জানান, শাকিব গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার দক্ষিণ পানিশাইল এলাকার লাবিব গ্রুপের নাইস কটন মিলের বয়লার অপারেটর (হেলপার) পদে চাকুরি করতেন। তার বাবাও একই কারখানায় চাকুরি করেন। গত শুক্রবার (৪ জুন) রাত ২টার দিকে কাজ করার সময় শাকিব ড্রায়ার মেশিনের ঢাকনা খুলেন। এসময় শাকিবের শরীরে বয়লারের উত্তপ্ত পানি ছিটকে পড়ে। এতে তার শরীরের বেশীর ভাগই ঝলসে যায়।

দগ্ধ শাকিবকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে নিয়ে ভর্তি করা হয়। সেখানে ৪ দিন চিকিৎসা থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন- মামার বাড়ি বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না রাব্বির

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত