ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬৪ শতাংশ

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২১, ১৬:২৮  
আপডেট :
 ১৩ জুন ২০২১, ১৬:৩৮

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬৪ শতাংশ
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় একদিনে করোনা শনাক্তের হার ৬০ শতাংশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। ৮১ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। শনাক্তের হার ৬৪ দশমিক ১৯ শতাংশ। যা জেলায় একদিনে শনাক্তের সর্বোচ্চ হার।

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৩ জনের।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার জানিয়েছেন, জেলায় এ নিয়ে ২ হাজার ৩৪৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫২ জনের। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২৪৫ জন।

প্রতিদিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি হওয়ায় জেলায় ৫ জুন থেকে দেওয়া এক সপ্তাহের লকডাউন বর্ধিত করে ১৭ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটি এই সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন- জয়পুরহাটে নতুন আক্রান্ত ৫৭ জন

রামেকে আক্রান্ত ও উপসর্গে আরো ১৩ মৃত্যু

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত