ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

জামালপুর পৌর এলাকায় ১৬ দিনের বিধিনিষেধ

  জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২১, ১৭:১৮  
আপডেট :
 ১৪ জুন ২০২১, ১৭:৪৬

জামালপুর পৌর এলাকায় ১৬ দিনের বিধিনিষেধ
সংগৃহীত ছবি

করোনার বিস্তার ঠেকাতে জামালপুর পৌর এলাকায় ১৬ দিনের কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে প্রশাসন। রোববার রাতে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান

এতে বলা হয়, পৌর এলাকায় সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় আগামী ৩০ জুন পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এসময় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোকলেছুর রহমান বলেন, লকডাউন কার্যকর করতে জামালপুর সদর উপজেলায় ৩টি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। এছাড়াও প্রতিটি উপজেলায় ইউএনও ও এসিল্যান্ড ভ্রাম্যমাণ আদালত পরিচালন করে সবাইকে মাস্ক ব্যবহার ও সরকারি নির্দেশনা মেনে চলতে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।

উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত দুই হাজার ৩৬৫ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন দুই হাজার ১৮৫ জন ও মৃত্যুবরণ করেছেন ৩৬ জন।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত