ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

  কলাপাড়া প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২১, ১৭:৫০  
আপডেট :
 ১৪ জুন ২০২১, ১৭:৫৭

পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
নিহত কলেজছাত্র মনির হাওলাদার। ফাইল ছবি

পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্র ও বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকালে কলাপাড়া উপজেলার বড়হর পাড়া গ্রামে ও রোববার বিকেলে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের মধ্যপাড় ডাকুয়া গ্রামের হাওলাদার বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হাওলাদার (১৮) খানাবাদ ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র এবং নতুনপাড়া গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে। করোনার প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিদ্যুৎ মিস্ত্রির কাজ করছিল মনির। অপর নিহত বৃদ্ধ মো. আলতাফ মীর (৬০) দশমিনা উপজেলার আলিপুরা ইউনিয়নের মৃত. হাতেম মীরের ছেলে।

মহিপুর থানার এস আই মো. রাসেল জানান, সকালে বড়হর পাড়ায় নির্মাণাধীন মুজিব কিল্লায় কাজ করতে যায় মনির। এ সময় ভবনের ওয়েলডিং এর কাজ করার জন্য মর্টার চালু করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়।

ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় প্রথমে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কলাপাড়া হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন- যশোরে পুকুর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ধামরাইয়ে একদিনে শিক্ষিকাসহ দুই নারীর লাশ উদ্ধার

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত