ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ফেসবুকে স্ত্রীর আপত্তিকর ছবি দেখে তালাক দিল স্বামী

  ঝিননাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২১, ১৯:৫৮

ফেসবুকে স্ত্রীর আপত্তিকর ছবি দেখে তালাক দিল স্বামী
অভিযুক্ত মেহেদী হাসান মিশা

ঝিনাইদহের শৈলকুপায় ভুয়া ফেসবুক আইডি খুলে সাবেক প্রেমিকার আপত্তিকর ছবি প্রকাশ করার অভিযোগে মেহেদী হাসান মিশা নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মিশা বর্তমানে কারাগারে থাকলেও ওই নারীকে তালাক দিয়েছেন তার স্বামী। বর্তমানে বাবার বাড়িতে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগীর পরিবার।

মামলা সূত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলার ভাটই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করার সময় ভাটই গ্রামের ওই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পাশের দুধসর গ্রামের বসির মাস্টারের ছেলে মেহেদী হাসান মিশা। বিষয়টি জানাজানি হওয়ার পর ৩ বছর আগে ওই নারীকে পারিবারিকভাবে অন্যত্র বিয়ে দেয় তার পরিবার।

গত বছরের ৮ জানুয়ারি ওই মেয়ে বাবার বাড়িতে গেলে মিশা ঘরে প্রবেশ করে মোবাইলে জোরপূর্বক আপত্তিকর ছবি তোলে। বিষয়টি কাউকে বললে হত্যার হুমকি দিয়ে চলে যায়। জীবনের ভয়ে সেসময় ওই নারী মুখ খোলেননি। পরে মিশা অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিলে অস্বীকার করে ওই নারী। এতে ক্ষিপ্ত হয়ে মিশা ফেসবুকে ভুয়া আইডি খুলে আগে থেকে ধারণ করা আপত্তিকর ছবি প্রকাশ করে দেয়।

এ ঘটনার পর মেয়েটির স্বামী তাকে তালাক দেয়। পরবর্তীতে গত ৬ জুন তার মা বাদী হয়ে শৈলকুপা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওইদিনই আসামি মিশাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এদিকে আসামি গ্রেপ্তার হওয়ার পর চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ওই নারীর পরিবার। তার মা বলেন, মিশা কারাগারে থাকলেও তার পরিবার মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমার মেয়েকে তার স্বামী তালাক দিয়েছে। মিশার কারণে তার সংসার ভেঙেছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। মিশা জামিনে মুক্তি পেলে আমাদের ওপর নির্যাতন করবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত