ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

বগুড়ায় চোরাই গরুসহ গ্রেপ্তার ৩

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২১, ২২:১১

বগুড়ায় চোরাই গরুসহ গ্রেপ্তার ৩
ছবি প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে চুরি হওয়া ৫টি গরুসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে গাবতলী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হল- উপজেলার কাগইল কৈঢোপ গ্রামের চাঁন মিয়ার ছেলে ঠান্ডা মিয়া ওরফে ঠান্ডা (৬০), আঃ রাজ্জাকের ছেলে মহিদুল ইসলাম (২৫) এবং শিবগঞ্জ উপজেলার ঘোগারপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে রুবেল (৪৫)।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২ জুন (বুধবার) রাতে উপজেলার কাগইল ইউনিয়নের বেড়েরঘোন গ্রামের রিপন মিয়ার ৯৫ হাজার টাকা মূল্যের ২টি ও ৫ জুন (শনিবার) রাতে একই গ্রামের সাজেদুর রহমান শামীমের গোয়ালঘর হতে ২ লাখ ৩২ হাজার টাকা দামের ৪টি এবং ৮ জুন রাতে একই গ্রামের আমির উদ্দিন প্রামানিকের ছেলে আঃ রাজ্জাকের ১ লাখ ৯২ হাজার টাকা মূল্যের ৪টি গরু চুরি হয়।

এ ঘটনায় সাজেদুর রহমান শামীম বাদী হয়ে গাবতলী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলামের নেতৃত্বে রোববার রাতে কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রামে অভিযানে ৩ জনকে আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ৫টি চোরাই গরু উদ্ধার হয়।

আটকের পর তাদের নামে থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, ১০টি গরু চুরি হওয়ায় পুলিশ অভিযান চালিয়ে ৫টি গরুসহ চোরকে গ্রেপ্তার করা হয়েছে। আরও ৫টি গরু উদ্ধার ও অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত