ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, আটক ৮

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুন ২০২১, ১৭:২০

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, আটক ৮
ছবি- প্রতিনিধি

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে চুয়াডাঙ্গার জীবননগরে নারী-শিশুসহ ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। এদের মধ্যে পারাপারে সহায়তাকারী দুজন দালালও রয়েছেন।

বুধবার সকাল ৭টার দিকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ জীবননগর বিওপি'র বিজিবি সদস্যরা বুধবার সকালে হাসাদাহ বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপরাধে দালালসহ ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

আটককৃতরা হলেন- খুলনার ফুলতলা থানার দামুদা গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে মিঠু শেখ (৩৯), তার স্ত্রী তানিয়া বেগম (৩৩), ডুমুরিয়া থানার চিচড়ি গ্রামের ইমন আলী সরদারের ছেলে আব্দুল হালিম (৪০), রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার নতুনপাড়া গ্রামের মৃত আলী আহমদের স্ত্রী রশিদা বেগম (৫৫), নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাশা গ্রামের কিশলো মৃধার ছেলে সুজন মৃধা (১৫), কালিয়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে মিলন হোসেন (৩৩) এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সহায়তাকারী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামকুড় গ্রামের রায়হান মোল্লার ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও পীরগাছ গ্রামের মুনসুর আহমেদের ছেলে সেলিম (৩৩)। তাদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

বুধবার দুপুরে ৫৮ বিজিবি'র পরিচালক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত