ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

আর কোন দাবি নাই, ত্রাণ চাই না বাঁধ চাই'

গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে বক্তব্য রাখলেন সাংসদ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২১, ১৮:৫৭

গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে বক্তব্য রাখলেন সাংসদ

'আর কোন দাবি নাই, ত্রাণ চাই না বাঁধ চাই' এ শ্লোগান লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন সরকারি দলের সাংসদ এস এম শাহজাদা। উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে এলাকাবাসীর দাবি তুলে ধরতেই তিনি এভাবে বক্তব্য দেন।

জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের এই সাংসদ। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ভাগ্নে এবং পটুয়াখালী থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর তিনি ত্রাণ নিয়ে নিজ নির্বাচনী এলাকায় গিয়েছিলেন। সেখানে জনগণের রোষানলে পড়তে হয়েছে তাকে। উপকূলের অনেক সংসদ সদস্যকেই এই পরিস্থিতিতে পড়তে হয়। এলাকাবাসী ত্রাণ চান না তারা স্থায়ী বেড়িবাঁধ চান।

তিনি বলেন, এলাকাবাসী এ রকম একটি প্ল্যাকার্ড ঝুঁলিয়েছিল। তাদের এই যৌক্তিক দাবি সংসদে তুলে ধরতেই আমি প্ল্যাকার্ডসহ বক্তব্য দিচ্ছি।

বাংলাদেশ জার্নাল- ওআই

  • সর্বশেষ
  • পঠিত