ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৮ মিনিট আগে
শিরোনাম

নাটোরে ১৩৮১ পরিবার পাবে জমি ও ঘর

  নাটোর প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২১, ১৯:২৮

নাটোরে ১৩৮১ পরিবার পাবে জমি ও ঘর
ছবি- প্রতিনিধি

নাটোরে ২৬ কোটি ৩৬ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে ১৩৮১ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ শেষে জমিসহ প্রদান করা হবে। আগামী ২০ জুন এ কার্যক্রম উদ্বোধন করা হবে।

শুক্রবার এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা প্রসাসক শাহ রিয়াজ জানান, নাটোরে ২৬ কোটি ৩৬ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে ১৩৮১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে জমিসহ হস্তান্তর করা হবে।

এর মধ্যে সদর উপজেলায় ৬১, সিংড়া উপজেলায় ৬৮, গুরুদাসপুরে ১৩৫, বড়াইগ্রামে ১৬৬, লালপুরে ৫০, বাগাতিপাড়ায় ১২০ ও নলডাঙ্গা উপজেলায় ১০ পরিবারকে ঘর বরাদ্দ দেয়া হয়েছে। স্থানীয় রাজনীতিবিদদের দিকনির্দেশনায় জেলায় বরাদ্দকৃত ১৩৮১টি ঘরের নির্মাণকাজ শেষের পথে। ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এসব ঘর বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, প্রথম পর্যায়ে নাটোরের সাত উপজেলায় মোট ৫৫৮ ঘরের জন্য ৯ কোটি ৮৪ লক্ষ ১৮ হাজার টাকা বরাদ্দ করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত