ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

যশোরে আরও ৭৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৬

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ২০ জুন ২০২১, ২০:০৬  
আপডেট :
 ২০ জুন ২০২১, ২০:১৮

যশোরে আরও ৭৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৬
ফাইল ছবি

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৬ জন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ শতাংশ।

মারা যাওয়া ৬ জনের মধ্যে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে একজন, আইসোলেশন ওয়ার্ডে দুইজন ও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে একজন ও ঝিকরগাছায় দুইজন মারা যান।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ১২২ জন। এর মধ্যে ৮০ শয্যার করোনা ডেডিকেটেড ইউনিটে ৮৭ জন ও ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ডে ৩৫ জন ভর্তি রয়েছেন।

এদিকে যশোর জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ডেডিকেটেড ইউনিট পূর্ণ হয়ে গেছে। বর্তমানে সেখানে ৮৭ জন ভর্তি রয়েছেন।

সিভিল সার্জন জানিয়েছেন, নতুন করে ৪৫ শয্যার আরেকটি ওয়ার্ড প্রস্তুত করেছে স্বাস্থ্য বিভাগ। সেই সাথে বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের অর্থায়ন ও অবকাঠামোগত সুবিধা নিয়েও চিকিৎসা কার্যক্রমের পরিধি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

আরও পড়ুন- মৃত্যুর মিছিলে আরো ৮২ জন

খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত