ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

যেসব জেলায় করোনার সংক্রমণ বাড়ছে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ জুন ২০২১, ২১:০০

যেসব জেলায় করোনার সংক্রমণ বাড়ছে
সংগৃহীত ছবি

দেশের বিশ কিছু জেলায় করোনার সংক্রমণ বেড়েছে। এরমধ্যে ঢাকা বিভাগের ফরিদপুর জেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। এরপর আছে গোপালগঞ্জ ও টাঙ্গাইল।

রোববার বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, চট্টগ্রাম বিভাগের শতকরা হারে শনাক্ত বেশি বান্দরবানে। যদিও সেখানে নমুনা সংগ্রহ অত্যন্ত কম। কিন্তু আমরা যদি বেশি সংখ্যক রোগীর কথা বিবেচনা করি, তাহলে চট্টগ্রাম জেলায় সংক্রমণের হার বেশি। এছাড়া কুমিল্লা জেলায় নমুনা সংগ্রহ কম হয়েছে, কিন্তু শতকরা হিসাবে সেখানে শনাক্তের হার অন্য যেকোনও সময়ের চেয়ে বেশি।

ডা. নাজমুল ইসলাম আরো বলেন, রাজশাহীতে শনাক্তের হার ১৭ দশমিক ৮৪ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে শনিবারের পরিস্থিতি অনেক ভালো ছিলো, সেখানে ৬ শতাংশের কম। নাটোরে ৩৭ শতাংশের বেশি, নওগাঁতে ৩৫ শতাংশের বেশি। এটি অবশ্যই উদ্বেগের কারণ। স্বাস্থ্যবিধি না মানলে এই পরিস্থিতির আশু কোনো উন্নতি আমরা দেখছি না। খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় ৩৬ শতাংশের বেশি, যশোরে ৩৮ শতাংশ, খুলনায় ৩৮ শতাংশের বেশি। এসব জেলায় সংক্রমণের হার অন্য যেকোনো জেলার তুলনায় বেশি।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত