ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

নির্বাচনী সহিংসতা

বরিশালে বোমা হামলায় প্রাণ গেলো ২ জনের

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২১, ২০:২৮  
আপডেট :
 ২১ জুন ২০২১, ২০:৩২

বরিশালে বোমা হামলায় প্রাণ গেলো ২ জনের
ছবি- প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরে বিজয়ী মেম্বরের আনন্দ মিছিলে পরাজিত প্রার্থীর বোমা হামলায় আবুবক্কর ফকির (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। এ নিয়ে গৌরনদীতে নির্বাচনী সহিংসতায় প্রাণ হারালো দুইজন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবু বক্করের মৃত্যু হয়। তিনি বিজয়ী মেম্বর গিয়াস উদ্দিন মৃধার সমর্থক এবং খাঞ্জাপুর গ্রামের বাসিন্দা। এ সময় আরো দুইজন আহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

বিজয়ী মেম্বর গিয়াস উদ্দিন বলেন, সন্ধ্যায় খাঞ্জাপুর ইউনিয়নের পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার মেম্বারের ফলাফল ঘোষণে করছিলেন। এ সময় আমাকে (গিয়াস) জয়ী ঘোষণা করার সাথে সাথে কেন্দ্র সংলগ্ন খালের ওপার থেকে পরাজিত প্রার্থী আরজ আলী সরদারের কর্মী-সমর্থকরা এপারে এসে বোমা হামলা চালায়। এতে আবুবক্করসহ ৩ জন গুরুতর আহত হয়।

তিনি বলেন, আবুবক্করকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বরিশালে ভোটকেন্দ্রে বোমা হামলা, নিহত ১

এদিকে ঢাকা থেকে ছেলেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসে প্রাণ হারিয়েছেন মৌজে আলী মৃধা (৬৫)। মৌজে আলী কমলাপুর গ্রামের মৃত কাদের মৃধার ছেলে। সোমবার দুপুরে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ বোমা হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ফিরোজ মৃধার প্রতিদ্বন্দ্বী মন্টু হাওলাদারের লোকজন জাল ভোট প্রদান করে। এর প্রতিবাদ করায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বোমা হামলার ঘটনা ঘটে। এ সময় বোমার আঘাতে ঘটনাস্থলেই বৃদ্ধ মৌজে আলী মৃধা নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

ঘটনাস্থল পরিদর্শন করে সহকারী পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার ও গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানিয়েছেন, মৌজে আলী নিহত হওয়ার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত